লকডাউন ধীরে ধীরে শিথিল হচ্ছে ঠিকই, কিন্তু করোনাভাইরাসের সঙ্কট কাটেনি। বরং দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় চারধাম যাত্রা শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। বলে রাখা ভালো, ৩০ জুনের আগে শুরু হচ্ছে না চারধাম যাত্রা। চারধাম যাত্রা নিয়ে সিদ্ধান্ত হবে ৩০ জুনের পরই। মঙ্গলবার এ কথা জানিয়েছেন দেবাস্থনম বোর্ডের সিইও রবিনাথ রমন।
সিইও জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় পুরোহিত, স্টেকহোল্ডার-সহ অন্যান্যরা আগামী ৩০ জুন পর্যন্ত চারধাম যাত্রা চালু না-করার অনুরোধ জানিয়েছেন। তাই ৩০ জুনের আগে চারধাম যাত্রা শুরু হচ্ছে না। যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে ৩০ জুনের পরেই।