পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বিভিন্ন রাজ্য সরকারগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত সমস্ত রাজ্য সরকারগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ১৫ দিনের মধ্যে নিজ নিজ শহরে ফেরত পাঠাতে হবে পরিযায়ী শ্রমিকদের। পাশাপাশি করোনাভাইরাস-সংক্রমণ রুখতে লাগু হওয়া লকডাউনের নিয়মভঙ্গের জন্য যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, ২০০৫ ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের অধীনে তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে সুচারু পদ্ধতিতে একটি তালিকা প্রস্তুত করতে হবে। বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ কল ও এমআর শাহের তিন বিচারপতির বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের দক্ষতা বিচার করে তাঁদের কাজের ব্যাবস্থা করার জন্য প্রকল্প তৈরি করতে হবে। প্রকল্প, চাকরি-সহ সমস্ত বিষয়ে সমস্ত রাজ্য সরকারগুলিকে বিস্তারিত হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৮ জুলাই। শ্রমিক স্পেশাল ট্রেন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শ্রমিক ট্রেনের চাহিদার কথা মাথায় রেখে ২৪ ঘন্টা ট্রেন চালাতে হবে রেলকে।