৩৩১ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৭,৪৬৬ জনের, সংক্রমিত ২,৬৬,৫৯৮

ভারতে (India) রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই বৃদ্ধির ধারা মঙ্গলবারও অব্যাহত রইল। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে দেশে। এক ধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৯৮৭। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৩১ জন করোনা-সংক্রমিত রোগীর। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৭,৪৬৬ এবং সংক্রমিত ২,৬৬,৫৯৮ জন। করোনা আক্রান্তের সংখ্যা রোজদিন উল্লেখযোগ্য হারে বাড়লেও, আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও কম না। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,২৯,২১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮ জন (সক্রিয় করোনা রোগী ১,২৯,৯১৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৪৬৬। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,২৯,২১৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৭,৪৬৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ৩১ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৪ জন, দিল্লিতে ৮৭৪ জনের, গুজরাটে ১২৮০ জনের, হরিয়ানায় ৪৯ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ৪৫ জনের, ঝাড়খণ্ডে ৭ জনের, কর্ণাটকে ৬৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৬ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪১৪ জন, মহারাষ্ট্রে ৩,১৬৯ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৯ জনের, পঞ্জাবে ৫৪ জন, রাজস্থানে ২৪৬ জনের, তামিলনাড়ুতে ২৮৬ জন, তেলেঙ্গানায় ১৩৭ জন, উত্তরাখণ্ডে ১৩ জন, উত্তর প্রদেশে ২৮৩ জন এবং পশ্চিমবঙ্গে ৪০৫ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.