২ মাসে ১২ বার ভূমিকম্প, অশনি সংকেত দিল্লিতে

 একবার- দু’বার নয়, পরপর ১২ বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে দিল্লি (Delhi)। আর এই পরপর কম্পনে খুব একটা ভালো ইঙ্গিত দেখছে না বিশেষজ্ঞরা।

সোমবার দুপুরেও কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.১। অদূর ভবিষ্যতে দিল্লিতে বড়সড় ভূমিকম্প হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার রাতে আবার একবার কেঁপে উঠল দেশের রাজধানী। এদিনের কম্পন প্রথমে নয়ডায় বোঝা গেলেও গোটা দিল্লিবাসী বুঝতে পারেন ভূমিকম্প

আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক পিকে খান বলেন, ‘একের পর এক ছোট মাত্রার কম্পন থেকেই বড় ভূমিকম্পের ইঙহগিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের এবং দিল্লির সরকারের আগাম সতর্ক হওয়া উচিৎ বলেও বার্তা দিয়েছেন তিনি।

গত ২ বছরে ওই এলাকায় ৪ থেকে ৪.৯ মাত্রের ভূমিকম্প হয়েছে অন্তত ৬৪ বার। বিশেষত দিল্লি ও কাংরা অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে বারবার। কাংরাএ কাছে ধরমশালা ও চাম্বায় ৬.৩ ও ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল বহু বছর আগে, ১৯৪৫ ও ১৯০৫ সালে।

দিল্লির মত জনবহুল জায়গায় এই ধরনের ভূমিকম্প মারাত্ম আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন ওই অধ্যাপক। তিনি বলেন, ভূমিকম্প রুখতে যেসব নিয়ম মানতে হয়, তা না মেনেই একের পর এক ইমারত গড়ে তোলা হচ্ছে, আর তার ফলেই বাড়ছে ভয়।

দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত অঞ্চলে এই ভূমিকম্পের প্রবণতা বেশি বলে জানিয়েছেন তিনি। ওই অঞ্চলে প্লেট সরছে বছরে ৪৪ মিলিমিটার করে, যা অত্যন্ত চিন্তার। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.