রবিবারের পর সোমবার। মুষলধারে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। তবে এখানেই শেষ নয়। চলতি সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। শুধু কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, উত্তরের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে রাজ্যের স্থলভাগে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প। তার জেরেই এই বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আজ মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। আগামীকাল বুধবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও এর কারণে বিশেষ আতঙ্কিত না হাওয়ার জন্যেই বলা হচ্ছে।
হাওয়া অফিস মনে করছে, ওই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরবে। এর ফলে মূল বৃষ্টি হবে ওডিশায়। সঙ্গে অন্ধ্র উপকূলেও। ইতিমধ্যে ওডিশাতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপের কারণে বঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলেই মনে করা হচ্ছে।
হাওয়া অফিস পূর্বাভাসে জানাচ্ছে, নিম্নচাপের জেরে বুধবার থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে বর্ষা আসছে, এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর ও দক্ষিণবঙ্গে প্রায় একই সঙ্গে বর্ষা আসছে।