ন্যাশনাল কনফারেন্স নেতা মহম্মদ আশরফ ভাটকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল জঙ্গিরা৷ মঙ্গলবার ত্রালে এই ঘটনা ঘটে৷ তবে এই গ্রেনেড আশরফ ভাটের বাড়ির বাইরে ফেটে যায়৷ কোনও রকম হতাহতের ঘটনা ঘটেনি৷

তবে এই নেতার ওপর এই ধরণের হামলার ঘটনা এই প্রথম নয়৷ ২০১৭ সালে তার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গ্রেনেড ছুঁড়েছিল৷ সে সময় এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন৷

প্রসঙ্গত, মহম্মদ আশরফ ভাট হলেন ন্যাশনাল কনফারেন্স বিধায়ক মহম্মদ সুভান ভাটের ছেলে৷

উল্লেখ্য, সোমবারই শ্রীনগরের সোউরা এলাকায় দুই বাড়ির মাঝে বিস্ফোরণ ঘটে। সোউরার গনাই মহল্লা এলাকায় দুই বসতি বাড়ির মাঝে ঘটা ওই বিস্ফোরণে একাধিক শিশু জখম হয়েছে। একই সঙ্গে আরও দুই ব্যক্তিও জখম হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে ওই দুই বাড়ির মালিক হলেন ফারুক আবদুল মীর এবং আবদুল রশিদ মীর। এদের বাড়ির মাঝের খলা জায়গায় দুই বাড়ির ছোটরা খেলা করছিল। বাড়ির অভিভাবক স্তরের দুই ব্যক্তিও সেই সময়ে ঘটনাস্থলে হাজির ছিলেন। সেই সময়েই ঘটে বিস্ফোরণ। জখম সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও জখম গভীর ছিল এবং সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.