চূঁচুড়ার পর এবার বলাগড়। সড়ক পথে অফিস যাত্রীদের জন্য পরিষেবায় এগিয়ে এল রাজ্য সরকার। সৌজন্যে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বলাগড়ের বিধায়ক অসীম মাঝির অনুরোধে, সংস্থার চেয়ারম্যান অসিত মজুমদার এই পরিষেবা চালু করলেন আজ থেকেই।
আজ সকাল আটটায় গুপ্তিপাড়া থেকে এই বাস ডানকুনি, নবান্ন হয়ে যাবে ধর্মতলায়। আবার বিকাল সাড়ে পাঁচটায় বাস ছাড়বে ধর্মতলা থেকে। আপাতত একটি বাসই যাতায়াত করবে রোজ। পরবর্তীতে প্রয়োজন অনু্যায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কদিন আগেই নিত্যযাত্রীদের জন্য চূঁচুড়া থেকে দুটি বাস পরিষেবা চালু হয়েছিল। চাহিদা বেড়ে যাওয়ায় আরোও একটি বাস সেই রুটে চালু করার কথাও জানান সংস্থার চেয়ারম্যান।
জেলা থেকে কলকাতায় যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম রেল। কিন্তু লকডাউনে এখনও তা চালানো দূরঅস্ত। ফলে বাস চালু হলে তা নিত্যযাত্রীদের জন্য কর্মস্থলে পৌছতে অনেকটাই সাহায্য করবে সন্দেহ নেই।