কোভিড-১৯ (Covid-19) নভেল করোনাভাইরাসে (Novel coronavirus) সংক্রমণের নিরিখে ফের নতুন রেকর্ড গড়ল ভারত (India)| এক ধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৯৮৩। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২০৬ জন করোনা-সংক্রমিত রোগীর। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৭,১৩৫ এবং সংক্রমিত ২,৫৬,৬১১ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,২৪,০৯৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,৫৬,৬১১ জন (সক্রিয় করোনা রোগী ১,২৫,৩৮১)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,১৩৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,২৪,০৯৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৭,১৩৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ৩০ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৪ জন, দিল্লিতে ৭৬১ জনের, গুজরাটে ১২৪৯ জনের, হরিয়ানায় ২৮ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ৪১ জনের, ঝাড়খণ্ডে ৭ জনের, কর্ণাটকে ৬১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৫ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪১২ জন, মহারাষ্ট্রে ৩,০৬০ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৯ জনের, পঞ্জাবে ৫১ জন, রাজস্থানে ২৪০ জনের, তামিলনাড়ুতে ২৬৯ জন, তেলেঙ্গানায় ১২৩ জন, উত্তরাখণ্ডে ১৩ জন, উত্তর প্রদেশে ২৭৫ জন এবং পশ্চিমবঙ্গে ৩৯৬ জন প্রাণ হারিয়েছেন।