BREAKING: ইডি দফতরে করোনা আক্রান্ত ৬ আধিকারিক, বন্ধ হল হেডকোয়ার্টার

একের পর এক সরকারি জায়গায় থাবা বসাচ্ছে করোনা ভাইরাস (corona virus)। বাড়ছে আতঙ্ক। এবার করোনা হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে। COVID-19 পরীক্ষায় রিপোর্ট আসার পরে জানা গিয়েছে ওই দফতরে ৬ জন আধিকারিক করোনা পজিটিভ। এমন খবরে বন্ধ করে দেওয়া হয়েছে সদর দফতর।

সূত্রের খবর, আগামী দু’দিন অবশ্যই বন্ধ থাকবে ইডি দফতর তবে তা আরও বাড়ানো হবে কিনা তাও সময়সাপেক্ষ। যে দশজন অফিসার ওই ছয়জনের সংস্পর্শে এসেছে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সম্প্রতি, একজন জুনিয়র-র‍্যাঙ্ক অফিসার সদর দফতরের হেডকোয়ার্টারে করোনা আক্রান্ত হয়েছেন। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যোগদান করেছিলেন।

ইডি সাধারণত আর্থিক তছরুপ, হাওয়ালা ক্রাইম জাতীয় ঘটনার তদন্ত করে। জানা গিয়েছে, দিনের দু’বার করে স্যানিটাইজ করা হচ্ছে অফিস এবং প্রয়োজন ছাড়া কেউ অফিসে আসছে না।

শুক্রবারের হিসেবে শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯৮৮৭ জন। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন।

শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ফলে এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৪২ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে গিয়েছন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৯৪২ টি ও মৃত ৬৬৪২ জন।

একসময় করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছিল ইতালি। এবার সংক্রমণের বিচারে সেই ইতালিকেও পিছনে ফেলে দিল ভারত। ইতালিকেও টপকে করোনায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। আগের সপ্তাহে চিনকে করোনা আক্রান্তের বিচারে পার করেছিল ভারত।

বিশেষজ্ঞরা আশঙ্কার বার্তা দিয়ে বলছেন, এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসবে, অর্থাৎ ভারতে সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরান, জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে দিয়েছে ভারত। চলতি সপ্তাহের শেষে স্পেনকেও পিছনে ফেলে দেবে ভারত। জুনের মাঝামাঝি সময়ে ইউকে-কে পেরিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.