২৭৩ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৬,৩৪৮ জনের, সংক্রমিত ২,২৬,৭৭০

মৃত্যু ও আক্রান্তের নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত (India)। এক ধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৮৫১। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৭৩ জন করোনা-সংক্রমিত রোগীর। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬,৩৪৮ এবং সংক্রমিত ২,২৬,৭৭০ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,০৯,৪৬২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,২৬,৭৭০ জন (সক্রিয় করোনা রোগী ১,১০,৯৬০)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৩৪৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,০৯,৫৬২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৬,৩৪৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭১ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ২৯ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে দু’জন, দিল্লিতে ৬৫০ জনের, গুজরাটে ১১৫৫ জনের, হরিয়ানায় ২৪ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ৩৫ জনের, ঝাড়খণ্ডে ৬ জনের, কর্ণাটকে ৫৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৪ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৩৭৭ জন, মহারাষ্ট্রে ২,৭১০ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪৭ জন, রাজস্থানে ২১৩ জনের, তামিলনাড়ুতে ২২০ জন, তেলেঙ্গানায় ১০৫ জন, উত্তরাখণ্ডে ১০ জন, উত্তর প্রদেশে ২৪৫ জন এবং পশ্চিমবঙ্গে ৩৫৫ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি সবচেয়ে দুর্বিসহ! শুক্রবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে করোনা-আক্রান্তের সংখ্যা ৭৭,৭৯৩, দিল্লিতে ২৫,০০৪, তামিলনাড়ুতে ২৭,২৫৬, অন্ধ্রপ্রদেশে ৪২২৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ৪২ জন, অসমে ১৯৮৮ জন, বিহারে ৪৪৯৩ জন, চন্ডীগড়ে ৩০১ জন, ছত্তিশগড়ে ৭৫৬ জন, দাদর নগর হাভেলিতে ১২ জন, গোয়ায় ১৬৬ জন, গুজরাটে ১৮,৫৮৪ জন, হরিয়ানায় ৩২৮১ জন, হিমাচল প্রদেশে ৩৮৩ জন, জম্মু-কাশ্মীরে ৩১৪২ জন, ঝাড়খণ্ডে ৭৯৪ জন, কেরলে ১৫৮৮, কর্ণাটকে সংক্রমিত ৪৩২০ জন, লাদাখে ৯০ জন, মধ্যপ্রদেশে ৮৭৬২ জন, মণিপুরে ১২৪ জন, মেঘালয় ৩৩ জন, মিজোরামে ১৭ জন, নাগাল্যান্ডে ৮০ জন, ওডিশায় ২৪৭৮ জন, পুদুচেরিতে ৮২ জন, পঞ্জাবে ২৪১৫ জন, রাজস্থানে ৯৮৬২ জন, সিকিম দু’জন, তেলেঙ্গানায় ৩১৪৭ জন, ত্রিপুরায় ৬৪৪ জন, উত্তরাখণ্ডে ১১৫৩ জন, উত্তর প্রদেশে ৯২৩৭ এবং পশ্চিমবঙ্গে ৬৮৭৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.