পরিবেশ দূষন রুখতে এবার কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে গাছ লাগানোর কর্মসূচী নিল রাজ্য বিজেপি। প্রসঙ্গত, চলতি সপ্তাহে হাওড়ায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)জানিয়েছিলেন, রথের দিন রাজ্যজুড়ে বৃক্ষরোপন কর্মসূচী নেবে রাজ্য বিজেপি। রথের দিন আমাদের গাছ লাগাবার একটা প্রচলিত রীতি রয়েছে। আফানের তান্ডবে বহু গাছ পড়ে গিয়েছে। তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কলকাতা শহরের পাশাপাশি রাজ্যজুড়ে গাছ লাগানোর আহ্বান রাজ্যের মানুষের কাছে জানিয়েছেন দিলীপ ঘোষ।
দলের রাজ্যসভাপতির এমন আহ্বানে সাড়া দিয়ে শহর কলকাতায় গাছ লাগানোর কর্মসূচী নিল রাজ্য বিজেপির যুবমোর্চা। বৃহস্পতিবার কলকাতার পাটুলিতে বৃক্ষরোপন কর্মসূচী নিয়েছেন যুবমোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Kha)। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ। বৃক্ষরোপন কর্মসূচী শেষ করে সৌমিত্র খাঁ বলেন, সংগঠনকে রাজনৈতিক কর্মসূচীর পাশে সামাজিক কর্মসূচীও নিতে হবে। আমফানের তান্ডবে কলকাতা শহরে বহু গাছ ভেঙে পড়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই আমাদের গাছ লাগাতে হবে বলে জানান সৌমিত্র খাঁ।