দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব কমছে না, বরং আরও বাড়ছে। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ইয়ারিপোরা এলাকায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এই হামলায় পুলিশ কর্মীরা অক্ষত থাকলেও, গুরুতর জখম হয়েছেন একজন স্বাস্থ্যকর্মী। একটি গাড়িতে চেপে যাওয়ার সময় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ইয়ারিপোরা এলাকায় পুলিশ কর্মীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এই হামলায় ইমতিয়াজ আহমেদ নামে একজন সাধারন নাগরিক (পেশায় স্বাস্থ্যকর্মী) আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে অনন্তনাগের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন, ইয়ারিপোরা উপ-জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী ইমতিয়াজ। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।