৮ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভার্চুয়াল সভার প্রস্তুুতি নিয়ে বঙ্গ বিজেপি (BJP) নেতাদের ক্লাস নিলেন কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। প্রসঙ্গত, সোমবার পশ্চিমবঙ্গে অমিত শাহের ভার্চুয়াল সভার কথা প্রথম ঘোষনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেলা ১১ টায় দিল্লি থেকে বাংলায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ (Amit Shah)। সেই ভার্চুয়াল সভা ঠিক কি ? তা নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারলেন রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সংগঠন সম্পাদক শিবপ্রকাশ। পশ্চিমবঙ্গ বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। উল্লেখ্য, ২০১৫ সালের বিহার বিধানসভার ভোটে ভার্চুয়াল সভা করেছিলেন অমিত শাহ। তারপর ফের বঙ্গে ভার্চুয়াল সভা করতে চলেছেন তিনি। বঙ্গ বিজেপির নেতাদের কাছে এই ধরনের সভায় অংশগ্রহন প্রথম। তাই সভাকে সাফল্যের মুখ দেখাতে প্রস্তুুতি বৈঠক সারলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিলীপ ঘোষদের বলেন আগে থাকতেই কারা এই ভার্চুয়াল সভায় উপস্থিত হবেন তাদের তালিকা দিতে হবে কেন্দ্রকে।
ভার্চুয়াল সভায় বঙ্গ বিজেপির ১ হাজার নেতা অনলাইনে উপস্থিত থাকবেন। তারা কারা ও তাদের পরিচয় আগেই জানাতে হবে দিল্লিকে। এমনকি দলের আইটি সেলকে এই মিটিংয়ের ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। দলের প্রবীন সদস্যদের তথ্যপ্রযুক্তি নিয়ে বোঝাতে হবে। ভার্চুয়াল সভা যাতে রাজ্যের সকল মানুষ দেখতে পারেন তাই আইটি সেলকে সক্রিয় হবার কথা বৈঠকে বলেন কৈলাস বিজয়বর্গীয়।