শক্তি বাড়িয়ে ‘মারাত্মক ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়ে মহারাষ্ট্রের (Maharashtra) উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। বুধবার দুপুর একটা থেকে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়, চলতে থাকে প্রায় তিন ঘন্টা ধরে। মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগের উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়।
দুপুর একটায় দেওয়া ভারতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়, ‘নিসর্গ’ উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে তিন ঘণ্টা।
ঘূর্ণিঝড়ের জেরে আলিবাগ উপকূলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। মুম্বইয়েও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলতে থাকে বৃষ্টিপাত। মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ, রত্নাগিরি, রাইগড় সর্বত্রই প্রবল বেগে ঝড়বৃষ্টি হয়। রাইগড়ে প্রবল বেগে ঝড়ের তাণ্ডবে উড়ে যায় টিনের ছাদ। যদিও, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। রাইগড় জেলার বিস্তীর্ন প্রান্তে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বিঘ্নিত।