বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বর্তমানে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করার কথা কলকাতা থেকে জানালেন বাস সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি তথা জয়েন্ট কাউন্সিলারে তপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার পরিবহন দফতরের কর্তাদের সঙ্গে পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনগুলির মালিকপক্ষের সঙ্গে এক দফায় বৈঠক হয়েছে। সেখানে তারা বেশকিছু প্রস্তাব তুলে ধরেছেন পরিবহন দফতরের কাছে।
পরিবহনমন্ত্রী (Transport Minister) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)কাছে আবেদন জানিয়েছেন, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তার জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করা হোক। কারণ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, বিভিন্ন জেলায় এর আগে অনেকগুলো বেসরকারি বাস নেমেছিল। কিন্তু তাতে প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ায় বেসরকারি বাস মালিকরা সেগুলো তুলে নিতে তারা বাধ্য হয়েছেন। তাই তাদের আবেদন, রাজ্য সরকারের কাছে এই সমস্যার দ্রুত সমাধান করেন।
পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে, যদি কোনও বাস কর্মচারী বা কন্টাকটার কোভিড ১৯ (Covid-19) আক্রান্ত হন তাহলে তার দায় কে নেবে? সেই কারণেই রাজ্য সরকারের কাছে তারা একটি স্বাস্থ্য বীমারও আবেদন জানিয়েছেন। এবং এই সমস্ত বাস কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার, দস্তানা, মাস্ক দেওয়ারও আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অনগ্রসর শ্রেণির শ্রমিকরা যে সমস্ত সুবিধা পায়, বাস কর্মচারীরাও যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হন।”