প্রচুর আশা-আকাঙ্খা নিয়ে ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং বৈজ্ঞানিকদের দিকে তাঁকিয়ে রয়েছে সমগ্র বিশ্ব। ভাইরাস অদৃশ্য শত্রু হতে পারে কিন্তু, আমাদের যোদ্ধা, মেডিক্যাল কর্মীরা অপরাজেয়। আমি নিশ্চিত অদৃশ্য বনাম অদম্য যুদ্ধের লড়াইয়ে আমাদের মেডিক্যাল কর্মীরা জয়ী হবেন। সোমবার ভিডিও কনফারেন্সিং মারফত কর্ণাটকের, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর রজতজয়ন্তী উদযাপনের শুভারম্ভ করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সিং মারফত কর্ণাটকের, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর রজতজয়ন্তী উদযাপনের শুভারম্ভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী বলেছেন, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর ২৫ বছর মানে, এই বয়সে বড় কিছু চিন্তাভাবনা করার সময়, ভাল কিছু করার সময়। আমার দৃঢ় বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শ্রেষ্ঠত্বের নতুন উচ্চতায় পৌঁছতেই থাকবে।


বিশেষ এই দিনে বেঙ্গালুরুতে না-থাকতে পারার জন্য আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, বৈশ্বিক মহামারি না থাকলে, এই দিনটি উপলক্ষে আমি বেঙ্গালুরুতে আপনাদের সঙ্গে থাকতেই পছন্দ করতাম। এমন সময়ে, সমগ্র বিশ্ব আশা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং বৈজ্ঞানিকদের দিকে তাঁকিয়ে রয়েছে। বিশ্ব আপনাদের কাছ থেকে ‘যত্ন’ ও ‘নিরাময়’ উভয়ই চাইছে। ভাইরাস অদৃশ্য শত্রু হতে পারে। কিন্তু, আমাদের যোদ্ধা, মেডিক্যাল কর্মীরা অপরাজেয়। আমি নিশ্চিত অদৃশ্য বনাম অদম্য যুদ্ধের লড়াইয়ে আমাদের মেডিক্যাল কর্মীরা জয়ী হবেন। আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্প বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রকল্প। দুই বছরেরও কম সময়ের মধ্যে এই প্রকল্পের সৌজন্যে ১ কোটি মানুষ উপকৃত হয়েছেন। মহিলা এবং যাঁরা গ্রামে থাকেন, তাঁরাই মূলত এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, আরও ২২টি এইমস তৈরির ক্ষেত্রে দ্রুত অগ্রগতির সাক্ষী থেকেছে দেশ। বিগত পাঁচ বছরে, এমবিবিএস-এ ৩০ হাজারের বেশি আসন এবং পোস্ট-গ্রেজুয়েশনে ১৫ হাজারের বেশি আসন বাড়াতে সক্ষম হয়েছি আমরা। করোনা-যোদ্ধা এবং সামনে থেকে যাঁরা করোনার বিরুদ্ধে সংগ্রাম করছেন তাঁদের প্রতি হিংসা, দুর্ব্যবহার এবং অভদ্র আচরণ কখনই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সামনে থেকে যাঁরা লড়াই করছেন-তাঁদের প্রতি হিংসা, দুর্ব্যবহার এবং অভদ্র আচরণ কখনই বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.