সাংগঠনিক প্রতিবেদন #SSUB

শুরু থেকে ন‍্যাসের পশ্চিমবঙ্গ প্রান্তে বিভিন্নভাবে কার্যক্রম চলছে। পাশাপাশি বিগত একবছর ধরে ন‍্যাসের বিভিন্ন কার্যক্রম চলে আসছে। যোজনা বৈঠকের মাধ্যমে পঃবঃ প্রান্তের যে সমস্ত জেলায় সংযোজকের দায়িত্ব অর্পণ করতে পেরেছি, তা হল- ২৪ পরগণা উত্তর ও দক্ষিণ, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী, বর্ধমান পূর্ব ও পশ্চিম। বাকী জেলার সাথে সম্পর্ক রচনার কাজ চলছে। এর জন্য সকল রাষ্ট্রবাদী, প্রবুদ্ধ নাগরিকের কাছে সহযোগিতা কামনা করছি। আমরা গণিতশাস্ত্রবিদ রামানুজম দিবস পালন করি, স্বামী বিবেকান্দের জন্মদিনকে কেন্দ্র করে চরিত্র নির্মাণ ও ব‍্যক্তিত্ব বিকাশ কার্যক্রম সফল করি, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বনবাসী/আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মধ্যে ঐ দিন পালনে সচেষ্ট হই, দেশে লকডাউনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য দ্রব‍্য বিতরণে অংশ নিই ইত্যাদি।
বিগত২০১৫ সাল থেকে পশ্চিমবঙ্গে শিক্ষা সংস্কৃতি উত্থান ন‍্যাসের সাংগঠনিক কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে ন‍্যাসের সাংগঠনিক কাজ এগিয়ে চলেছে। শিক্ষা সংস্কৃতি উত্থান ন‍্যাসের সম্পর্কে কিছু কথা বলি। ন‍্যাস একটি সর্বভারতীয় সামাজিক প্রতিষ্ঠান। এর মূল শ্লোগান হল “দেশ কো বদলনা হ‍্যয়, তো শিক্ষা কো বদলো” – এই বিষয়ের ওপর ভিত্তি করে ন‍্যাস ভারতীয় পরম্পরাগত শিক্ষা ভাবনা, জাতীয়তাবাদ, নৈতিক ও সামাজিক মূল‍্যবোধ শিক্ষার প্রচার ও প্রসারের ওপর কাজ করে চলেছে। প্রস্তুত লক্ষ্যে ন‍্যাস চোদ্দটি বিষয়ের ওপর কাজ করছে- ১.চরিত্র নির্মাণ ও ব‍্যক্তিত্ব বিকাশ, ২.বৈদিক গণিত, ৩.পরিবেশ শিক্ষা, ৪.শিক্ষায় স্বায়ত্ত, ৫.প্রবন্ধন শিক্ষা, ৬.প্রযুক্তি শিক্ষা, ৭.প্রতিযোগী পরীক্ষা, ৮.প্রচার-প্রসার শিক্ষা উত্থান / শিক্ষা দর্পণ, ৯.শিক্ষক শিক্ষা, ১০.শিক্ষা স্বাস্থ্য ন‍্যাস, ১১.ভারতীয় ভাষা মঞ্চ, ১২.ইতিহাস শিক্ষা, ১৩.ভারতীয় ভাষা অভিযান, ১৪.গবেষণা-মূলক কার্য‍্যদি।
ন‍্যাসের কর্মপদ্ধতি এবং আদর্শের সাথে জনগণ আরও বেশি সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে এই পত্রিকা প্রকাশিত হল। ৫ ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস এবং শিক্ষা সংস্কৃতি উত্থান ন‍্যাসের ঘোষিত কার্যক্রমের অন‍্যতম আয়োজনের দিন। ন‍্যাসের শুভ চিন্তক ও বিদগ্ধজনের সহযোগিতা এবং সামীপ্যে-সান্নিধ্যে এই প্রয়াস আরও বৃদ্ধি পাবে — করুণাময়ী ভারত মাতার কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি। সবশেষে বেদের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। ইদমাপঃ প্রবহত যত্ কিংচ দুরিতং ময়ি ( ঋকবেদ ১/২৩/২২)। হে ঈশ্বর(প্রকৃতি), আমার মন ও দেহের কলুষতাকে তোমার জলধারা দিয়ে শুদ্ধ করে দাও।

অরিন্দম মজুমদার , পঃবঃ প্রান্ত সহ সংযোজক, শিক্ষা সংস্কৃতি উত্থান ন‍্যাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.