ভারতে করোনায় সুস্থতার হার বাড়ছে, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬,৯৮৪ জন

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনকে হারিয়ে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ভারতে (India)নভেল করোনা আক্রান্তের সংখ্যা ১,৮২,১৪৩। এই সময় কালে সুস্থ হয়ে উঠেছেন ৮৬,৯৮৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণকে হারিয়ে ৪৬১৪ জন সুস্থ হয়েছেন। শনিবার সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সবথেকে বেশি ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওইদিন ১১,২৬৪ জন সুস্থ হয়ে উঠেছিলেন ভারতে। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৪৭.৭৬ শতাংশ। যা গতকালের তুলনায় একটু হলেও বেশী। শনিবার সকালে এই হার ছিল ৪৭.৪০ শতাংশ। ধীর গতিতে হলেও প্রতিদিন এই সুস্থতার হার বাড়ছে।

শুক্রবার থেকে শনিবারের মধ্যে ভারতে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। শুক্রবার থেকে শনিবারের মধ্যের ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছিল ২৬৫ জন মানুষের। কিন্তু, শেষ ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। এর ফলে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫১৬৪ জন মানুষ। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১,২১,২৪৪।

ভারতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে সেই মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৫,১৬৮। মৃত্যু হয়েছে ২,১৯৭ জনের
তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২১,১৮৪। মৃত্যু হয়েছে ১৬০ জন মানুষের। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। বর্তমানে রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১৮,৫৪৯। মৃত্য হয়েছে ৪১৬ জনের। চতুর্থ স্থানে রয়েছে গুজরাত। আক্রান্ত হয়েছেন ১৬,৩৪৩ জন। মৃত্যু হয়েছে ১,০০৭ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.