রামনবমীর মিছিলে আসার পথে পুলিশি হেনস্থার অভিযোগ তুললেন অনুপম হাজরা। তিনি জানান, সকালে রামনবমীর মিছিলে আসার পথে রাস্তায় পুলিশ আমার গাড়ি আটাকায়। আমার ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। গাড়ির কাগজপত্র দেখার নামে আমার মূল্যবান সময় নষ্ট করছেন পুলিশের আধিকারীকরা। গাড়ি সহ চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে পুলিশের ১০ মিনিট সময় লাগা উচিত, কিন্তুু সেই কাজ পুলিশ ৩০ মিনিট ধরে করেছে বলে অভিযোগ করেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনুপম হাজরা। রামনবমীর মিছিলে হাঁটা আটকাতেই পুলিশ এমন কাজ করেছে বলে অভিযোগ তুললেন তিনি। যদিও পুলিশের সব অপচেষ্টাকে ব্যর্থ করে সকাল থেকেই রামনবমীর মিছিলে হাঁটতে পেরেছি বলে জানান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ড: অনুপম হাজরা।
শনিবার যাদপুর এইটবি বাসট্যান্ডের সামনে থেকে রামনবমীর মিছিলে হাঁটা শুরু করেন তিনি। এদিন যাদবপুরে রামনবমীর মিছিলের আয়োজন করে রামনবমী উদযাপন সমিতি। গোটা দক্ষিণ কলকাতা জুড়ে আজ রামনবমী পালন করছে বেশ কয়েকটি হিন্দু সংগঠন। সকাল ৮ টা নাগাদ টালিগঞ্জ থেকে প্রথম রামনবমীর মিছিল বার হয়। সকাল ৯ টায় সেলিমপুর থেকে আরও একটি মিছিল বার করে রামভক্তরা। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালেই গোটা দক্ষিণ কলকাতা থেকে ৬ টি রামনবমীর মিছিল বার হয়েছে।