এবার ভোটে
লড়াই নামুক মাঠে
যেমন বুনি পাটে —
বাঁচার লড়াই সনাতনীর
অস্তাচলের ঘাটে।
এবার ভোটের হাটে
পাকি-টিকিট কাটে —
দাও চুবিয়ে গঙ্গাজলে
বারাণসীর ঘাটে।
হিঁদ-মারা সব ঘাঁটি
শূণ্য করো খাঁটি —
মোক্ষ-রঙের অমর-ধ্বজা
ভারত-জুড়ে সাঁটি।
চোখের উপর চোখ
ছুটুক আপন রোখ–
যে চায় তোরে মরণ-বধে
বধিস রক্ত জোঁক।
এবার যদি ছাড়িস
কালের তরে হারিস
মহামায়ার পূজার-ছলে
শক্তিপূজার বারিষ।
নে তুলে নে খাঁড়া
মায়ের নামে দাঁড়া
ভোটের নামে বজ্জাতেরে
ভীষণ জোরে তাড়া।
তোদের সম্মিলিতে
দেশব্রতের হিতে
একটা ভারত টিকিয়ে রাখিস
এবার ভোটে জিতে।
কল্যাণ চক্রবর্তী