হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত মানুষ, শেখাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ

নিচের এই ছবিটি আমাদের রাজ্যের; ক্লাস সেভেন এর ইতিহাস বই এর ৬২ পৃষ্ঠার ছবি। না, এটা কোন প্রাইভেট স্কুলের বই নয়; এটা মধ্যশিক্ষা পর্ষদের Class Seven Text Book এর ছবি; যেটা আমাদের ছেলে মেয়েরা; এখন মন দিয়ে পড়ছে। সেখানেই লেখা, “সাধারণ মানুষ নাকি হোসেন শাহকে (Hossain Shah) কৃষ্ণের অবতার বলে মনে করত”। হ্যাঁ, এটাই শেখাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। অবিশ্বাস্য হলেও সত্যি; “হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত মানুষ”; বাঙালিকে শেখাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এর তীব্র প্রতিবাদ করেছেন বাংলার আমজনতা। কেন এতবড় ভুল ও মিথ্যা শেখাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত মানুষ, শেখাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ

কি বলছেন আমাদের ইতিহাসের শিক্ষকরা। বাংলার এক সরকারি স্কুলের ইতিহাস শিক্ষক বলেছেন; “আমরা সবাই জানি যে আলাউদ্দিন হোসেন শাহ ভালো রাজা ছিলেন। তিনি, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানতেন ও সম্মান করতেন। কিন্তু এটা কি লিখেছে এখানে !? হোসেন শাহকে মানুষ কৃষ্ণের অবতার বলে মনে করতো ? এটা চরম ভুল; সম্পূর্ণ মিথ্যা। ইতিহাসের কোথাও এমন তথ্য নেই”।- Advertisement –

বাংলার শিক্ষিত মানুষ বলছেন; “আমরা সবাই জানি, এমনকি ক্লাস সেভেনের স্কুল ছাত্র; সেও জানে যে, মহাপ্রভু শ্রী চৈতন্যকেই মানুষ ভগবানের অবতার হিসাবে মনে করেন। এমনকি তখন আলাউদ্দিন হোসেন শাহ নিজেও এটা মানতেন; যে মহাপ্রভু হলেন ঈশ্বরের অবতার। তার জায়গায় এরকম ভুল তথ্য দিয়ে; ইতিহাস কে বিকৃত করে এটা কি বলা হয়েছে?”

ক্লাস ৬ এর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ে; শ্রী রাম কে বিকৃত করা হয়েছে। আর ক্লাস সেভেন এ স্বয়ং শ্রী কৃষ্ণ কেই। কার নির্দেশে এই ধরণের বিকৃত ইতিহাস শেখাচ্ছে; মধ্যশিক্ষা পর্ষদ ? এইভাবে আর কত চলবে ? এই বিকৃত তথ্যগুলো, পড়তে বলবেন আগামী প্রজন্ম কে ? শিক্ষাকে নিয়েও কি তোষণের রাজনীতি চলছে ? প্রশ্ন তুলেছে বাংলার শিক্ষা জগত। প্রশ্ন তুলেছে বাংলার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.