ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদ (Dhanbadh) জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খুদিয়া নদীতে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’বছর বয়সী একটি শিশু-সহ ৫ জন। প্রত্যেকের বাড়ি কলকাতায়। অভিশপ্ত ওই গাড়িটি (ডাব্লিউ বি ০৭ জে ৩২২৮) বিহারের গয়া জেলা থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল। মঙ্গলবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধানবাদ জেলার গোবিন্দপুর থানা এলাকায়, ২ নম্বর জাতীয় সড়কে।
গোবিন্দপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা সুরেন্দ্র কুমার সিং (Surendra Kumar Singh) জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিহারের গয়া জেলা থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল একটি গাড়ি। সকাল তখন পাঁচটা হবে, ২ নম্বর জাতীয় সড়কে অবস্থিত একটি ব্রিজের ডিভাইডারে ধাক্কা মেরে খুরদা নদীতে পড়ে গিয়ে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালক এবং একই পরিবারের চারজন সদস্যের। গাড়ি থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড। তা দেখেই নিশ্চিত হওয়া গিয়েছে, প্রত্যেকের বাড়ি কলকাতায়। মৃতদের -দানিশ নওয়াজ, অম্বরিত নওয়াজ, মহম্মদ আখলাক আহমেদ, অনবিয়া নওয়াজ এবং সাক্ষী সান্যাল।