ভারতে করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই লাগু করা হয়েছে লকডাউন। এই মুহূর্তে ভারতে চতুর্থ দফায় চলছে লকডাউন, লকডাউন শেষ হবে আগামী ৩১ মে। লকডাউন লাগু থাকা সত্বেও ভারতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় লকডাউন কৌশল নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, কেন্দ্রের লকডাউন কৌশল সম্পূর্ণ ব্যর্থ।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং মারফত সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সুরে রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতই একমাত্র দেশ, যেখানে ভাইরাসের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অথচ আমরা লকডাউন তুলে নিচ্ছি। লকডাউনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যর্থ লকডাউনের ফল ভুগতে হচ্ছে ভারতকে।’ রাহুল আরও বলেছেন, এই রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতে, কেন্দ্রীয় রকারের পরিকল্পনা কী? প্রধানমন্ত্রী যেমনটা আশা করেছিলেন, তেমন ফলাফল পাওয়া যায়নি চতুর্থ লকডাউনে।