ভারতীয় রেল (Indian Railway) রাজধানী স্পেশ্যাল (Rajdhani Express) রিজার্ভেশনের সিস্টেমে বদল আনল। এই ট্রেন গুলোর জন্য অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড ৭ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই, রেলওয়ে ১৫ জোড়া রাজধানী স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। এখনো পর্যন্ত ওই ট্রেন গুলোর জন্য তৎকাল বুকিং শুরু করা হয়নি। ওই ট্রেন গুলোর জন্য RAC আর ওয়েটিং লিস্টও জারি হবে। যদিও, ওয়েটিং লিস্টের প্যাসেঞ্জার জার্নি করতে পারবে না। ট্রেন চালু ছাড়ার চার ঘণ্টা আগে চার্ট বের হবে। এরপর আরেকটি চার্ট দুই ঘণ্টা পর জারি হবে।
আপনাদের জানিয়ে দিই, ভারতীয় রেল ১লা জুন থেকে ২০০ টি বিদেশ ট্রেনের বুকিং শুরু করার ২৪ ঘণ্টার মধ্যে ১২.৫ লক্ষ যাত্রীর জন্য ৫.৭২ লক্ষ টিকিট বুক করেছে। রেল মন্ত্রালয়ের এক বরিষ্ঠ আধিকারিক জানান, ১ লা জুন থেকে শুরু হওয়া ২০০ ট্রেনে বৃহস্পতিবার সকাল থেকে ১২,৫৪,৭০৬ যাত্রীদের মোট ৫,৭২,২১৯ টিকিট বুক করানো হয়েছে।
রেলওয়ে আইআরসিটিসির ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ্লিকেশনে বৃহস্পতিবার সকাল থেকে ২০০ বিশেষ ট্রেনের জন্য অনলাইন বুকিং শুরু করেছে। যদিও, এরপর রেলওয়ের পিআরএস কাউন্টার, ডাকঘর আর আইআরসিটিসি এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করার ঘোষণাও করা হয়েছিল। টিকিট বুক করার জন্য শুক্রবার দেশজুড়ে অনেক স্থানেই পিআরএস কাউন্টার খোলা হয়েছে।
রেলওয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য দেশব্যাপী লকডাউনের মধ্যে ২৫ মার্চ থেকে যাত্রী, মেল আর এক্সপ্রেস ট্রেনের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
যদিও গোটা দেশে প্রয়োজনীয় সামগ্রীর অভাব মেটাতে শুধুমাত্র পণ্য আর বিশেষ পার্সেল ট্রেন চালাচ্ছে রেল। এরপর রেলওয়ে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, ছাত্র আর পর্যটকদের পরিবহণের জন্য ১ লা মে থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের সঞ্চালন শুরু হয়েছে। আর ১২ মে থেকে রেলওয়ে ১৫ জোড়া বিশেষ এসি ট্রেন চালানো শুরু করেছে।