LIVE UPDATE: কলকাতার দক্ষিণে হানা দেবে আমফান , দূরত্ব ১৯০ কিলোমিটার

1.22.22 কলকাতা থেকে দক্ষিনে ১৯০ কিলোমিটার দূরে আমফান

12.42.30 ঝড়ের গতি হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা

12.41.15 কলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে আমফান

12.15.31 দিঘা থেকে ১২৫ কিলোমিটার দূরে আমফান

NASA Image

11:55:30 বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে কলকাতা এয়ারপোর্টে।

11.37.19 ঝড়ের পরবর্তী টার্গেট কলকাতা

11.36.35 দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার পর এই ঝড় ক্রমে এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে।

11.30.31 ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা

11.27.26 : বালাসোরে ২৫০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পুরীতে বৃষ্টির পরিমাণ ১১১.০ মিলিমিটার

11.23.56 দিঘা থেকে ১৫০ কিলোমিটার দূরে আমফান , কলকাতা থেকে ২৬০ কিলোমিটার

11:01:34 রাজ্যের সাতটি জেলায় সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

10:53:06 দিঘা থেকে এর দূরত্ব মাত্র ২২৫ কিলোমিটার। পারাদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়।

09:54:52 রীতিমত জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায়। বড় বড় ঢেউ চোখে পড়ছে সেখানে।

09:30:05 কলকাতা থেকে ৩৩৩ কিলোমিটার দূরে রয়েছে ঝড়। নতুন আপডেটে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শহরে মঙ্গলবার দুপুর থেকে চলছে বৃষ্টি। বুধবার সকাল থেকে শুরু হয়েছে দাপুটে ঝড়ো হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.