আজই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন আমফান (Amphan Cyclone Strom)। আগামী ৬ ঘণ্টায় শক্তি বারিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমফান। বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এ রাজ্যের উপকূলে আঘাত হানবে বুধবার বিকেল কিংবা সন্ধেয়। পূর্ব মেদিনীপুরের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যে মূলত সুন্দরবন এলাকায় এটি আঘাত হানতে পারে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার হতে পারে।
ঘূর্ণিঝড়ের কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চরম সতর্কবার্তা জারি হয়েছে।এই জেলাগুলিতে আজ বিকেল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হবে মূলত উপকূলের জেলাগুলিতে। আজ ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে ১০ কিলোমিটার ঝড়ের গতিবেগ হতে পারে এবং তা বেড়ে উপকূলের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যের দিকে ১৯৫ কিলোমিটার পর্যন্ত হবে। সঙ্গে বাকি জেলাগুলিতে ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইবে ৬০-৭০ কিলোমিটার বেগে।
বৃহস্পতিবারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ জুড়ে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ওড়িশা সংলগ্ন উপকূলে ঝড় বৃষ্টি দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলের।