জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা (Pulwama)
জেলার একাধিক জায়গায় তল্লাশি
অভিযান চালাল নিরাপত্তা বাহিনী। রবিবার
গভীর রাত থেকে এই
অভিযান শুরু হয়েছে. অভিযান
এখনো চলছে।যদিও
এখনও পর্যন্ত কোনও জঙ্গির খোঁজ
পাওয়া যায়নি।
গোয়েন্দাদের তরফের
গোপন রিপোর্টে প্রশাসনের কাছে খবর আসে
যে পুলওয়ামা জেলার একাধিক গ্রামে
পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই খবর
পাওয়ার পরই রবিবার গভীর
রাতে তল্লাশি অভিযান চালায় রাষ্ট্রীয়
রাইফেলসের ৫৫, ৪৪, ৬২,
৫৩ নম্বর ব্যাটালিয়ন, সিআরপিএফ,
জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সামরিক পরিভাষায়
এই ধরনের তল্লাশি অভিযানকেসিন
এন্ড সার্চ অপারেশন বলা
হয়। এ
ধরনের অভিযানে গোটা এলাকাটি ঘিরে
ধরে চিরুনি তল্লাশি চালানো
হয়।তল্লাশি
চলাকালীন ওই এলাকার ভেতরে
এবং বাইরে যাতে
কেউ যেতে না পারে
সেটিও নিশ্চিত করা হয়।
জানা গিয়েছে শোপিয়ানে
জঙ্গিদের খোঁজে একই কায়দায়
তল্লাশি অভিযান চলছে। এই
প্রতিবেদন লেখা পর্যন্ত কোন
রকমের জঙ্গির খোঁজ পাওয়া
যায়নি।