ফের আক্রান্ত ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার দুপুর ২:৩০ নাগাদ ঘাটাল লোকসভার অন্তর্গত পাঁশকুড়া থানার গোপালহাজরা গ্রামে ভোট প্রচার করছিলেন ভারতী। সেই সময় বেশ কিছু যুবক কালো পতাকা দেখিয়ে প্রচারে বাধা দেন। বাধা পেরিয়ে ভারতীর গাড়ি এগিয়ে গেলে তারা গাড়ি লক্ষ্য করে ইঁট ছুঁড়তে শুরু করে। ফলে ভারতীর গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এদিন ভারতীর সঙ্গে প্রচারে ছিলেন এলাকার বিজেপি নেতা তপন মাইতি। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসে পৌঁছেছে। তবে এই ঘটনার প্রতিবাদে ওই জায়গায় অবস্থান বিক্ষোভে বসেছেন প্রাক্তন এই পুলিশ সুপার।
ওই অঞ্চলের এক বিজেপি নেতা দাবি করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ভারতী ঘোষ এই এলাকায় প্রচারে ভালো সাড়া পেয়েছে, তাই তৃণমূল ভয় পেয়ে বারবার বাধা দিচ্ছেন তাঁদের প্রার্থীকে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেও দাসপুরের জয়কৃষ্ণপুরে প্রচারে গিয়ে রাত্রি বেলা আক্রান্ত হয়েছিলেন বিজেপির এই প্রার্থী। পুনরায় তাঁর উপর এই হামলা হওয়ার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে!