মহারাষ্ট্রের (Maharashtra) বিধান পরিষদের নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী উদ্ধার ঠাকরে (Uddhar Thakara)। সোমবার দুপুর একটা নাগাদ বিধান পরিষদের সভাপতি রামরাজে নিংবালকার তাকে শপথবাক্য পাঠ করান। উদ্ধব ঠাকরে ছাড়াও আরও ৮ জন নবনির্বাচিত সদস্য শপথ বাক্য পাঠ করেন।উল্লেখ করা যেতে পারে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে রাজ্য সরকার চালাচ্ছে শিবসেনা। পুরনো জোটসঙ্গী বিজেপির সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দিয়ে কার্যত ভিন্ন মেরুর রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাসী দুটি দলের সমর্থন নিয়ে মহারাষ্ট্রের মসনদ দখল করেছে শিবসেনা। কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসলেও বিধানসভা ও বিধান পরিষদের সদস্য না হওয়ায় চিন্তায় ছিলেন উদ্ধব ঠাকরে। অবশেষে তার সেই দুশ্চিন্তা দূর হল।প্রসঙ্গত দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন চলছে।কিন্তু মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দিনকেদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
2020-05-18