- 17:21:57- দুপুর তিনটে পর্যন্ত কোচবিহারে ভোটের হার শতাংশ 68.44। আলিপুরদুয়ারে 71.44 শতাংশ ভোট পড়েছে এখনও পর্যন্ত।
- 14:15:19- কোচবিহারের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একাধিক বুথে পুনঃনির্বাচনের দাবি বিজেপির।
- 14:13:48- দুপুর ১টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫৬ শতাংশ এবং কোচবিহারে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.88 শতাংশ।
- 13:58:52- কোচবিহারে আক্রান্ত বামপ্রার্থী। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পচাগড় এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগে তির তৃণমূলের দিকে।
- 13:42:06- ৩৮৪৪ টি বুথের মধ্যে ৪৮ টি বুথে ইভিএম খারাপ হয়েছিল। শতাংশ এর হারে ১.২৫%।সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হয়েছে। জানালো নির্বাচন কমিশন।
- 13:41:41- এখনও পর্যন্ত ৪৮০ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে ৪৪৯ টি সমাধান করা হয়েছে, জানাল নির্বাচন কমিশন।
- 13:30:31- মাথাভাঙায় ২৬৬ নম্বর বুথে ভোট বয়কট ভোটারদের। সকাল থেকে এই বুথে বন্ধ ভোট গ্রহণ। যার জেরে এই বুথে ফের পুনঃনির্বাচনের দাবি জানালেন সাধারণ মানুষ।
- 12:16:47 সকাল ১১টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৩৮.৩০ শতাংশ ও কোচবিহারে ৩৭.০৮ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে মোট ৩৮.০৮ শতাংশ ভোট পড়েছে।
- সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি কমিশনের। নির্বাচন কমিশনার জানিয়েছেন শীতলকুচি নিয়ে রিপোর্ট এসেছে, তবে বিষয়টা মিটে গিয়েছে।
- 12:15:40 মাথাভাঙায় ২৬৬ নম্বর বুথে বন্ধ ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
- 11:56:23- শীতলকুচিতে মহিলা ভোটারদের ভোটদানে বাঁধা।
- 11:55:08- প্রথম চার ঘন্টায় আলিপুরদুয়ারে ভোটের শতাংশ 43.20 এবং কোচবিহারে ভোটের হার 37.85
- 11:11:00- অশান্তির কোনও খবর নেই। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন।
- 10:59:42 মাথাভাঙায় বোমাবাজির অভিযোগ। ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
- 10:47:49 মাথাভাঙায় বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে প্রিসাইডিং অফিসার পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- 10:13:14- কেন্দ্রীয় বাহিনী না থাকা একাধিক অভিযোগ
- 10:12:21- নাটাবাড়ির দুটি বুথে পুনঃনির্বাচনের দাবি তুললেন রাজ্যের মন্ত্রী।
- 10:09:45- সকাল ৯টা পর্যন্ত 18.10 শতাংশ পড়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা আসনে।
- 09:11:25- দিনহাটায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রুখে দাঁড়িয়ে পালটা মার বিজেপির, এমনটাই দাবি।
- 08:50:18- ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝামেলায় জড়ালেন তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- 08:14:51- দিনহাটা শহরে শান্তিপূর্ণ ভোট হলেও, একাধিক জায়গায় বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ, বুথ জ্যামের অভিযোগও আসতে শুরু করেছে।
- 08:08:42- বুকে সিম্বল লাগিয়ে ভোট দিতে গেলেন দশরথ তিরকে। কিন্তু তা সত্যেও ভোট দিতে পারলেন না। ইভিএম খারাপ থাকার কারণে তিনি ভোট দিতে পারেননি বলে অভিযোগ তাঁর।
- 08:03:44- এখনও পর্যন্ত সেই অর্থে কোনও অশান্তির খবর নেই কোনও লোকসভা আসনেই।
- 08:01:28- সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ বিরোধীদের।
- 08:00:30- বাংলার দুটি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ। কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে ভোটগ্রহণ।
- 07:38:09 : কোচবিহারের বহু স্পর্শকাতর বুথে নেই কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ বিজেপির
- 07:37:02: ছত্তিশগড়ের বিজাপুর থেকে ৩টি দেশীয় রাইফেল সমেত গ্রেফতার ৪ মাওবাদী
- নাগপুর লোকসভা আসনে ভোট দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
- ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা৷ বানারহাটে ভোট দিলেন বিজেপি প্রার্থী জন বারলা৷
- কোচবিহারের মাথাভাঙ্গায় ভোট শুরু আগেই অশান্তি৷ পঞ্চায়েত প্রধানের ওপর হামলা৷ আহত ৩৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগ৷হামলার অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের৷ হামলার রিপোর্ট চাইল কমিশন।
- ভোট শুরু দেশের ২০টি রাজ্যের ৯১টি আসনে৷
কলকাতা: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু৷ রাজ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার আসনে ভোটগ্রহণ শুরু৷ সকাল থেকেই ভোটারদের লাইন শুরু৷