প্রবল বেগে, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। ২০ মে, বুধবার বিকেল অথবা সন্ধ্যায় স্থলভূমিতে আছড়ে পড়বে ‘আমফান’। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। রবিবার আইএমডি (ভুবনেশ্বর)-র অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, আগামী ২০ মে (বুধবার) বিকেল অথবা সন্ধ্যায় সাগর দ্বীপ (পশ্চিমবঙ্গ) এবং হাতিয়া দ্বীপ (বাংলাদেশ)-এর মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান‘ (Amphan)।
আইএমডি (IMD) জানিয়েছে, আগামী ৬ ঘন্টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আমফান’, এরপর ১২ ঘন্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আমফান’।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওডিশার দিকে। এই দুই রাজ্য ইতিমধ্যেই সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ওডিশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, পুরী, জগৎসিংপুর, জাজপুর এবং ময়ূরভঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি টিম। পশ্চিমবঙ্গ সরকারও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রস্তুত রয়েছে উপকূলরক্ষী বাহিনী।