আজ সকাল থেকেই সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২০টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে সারা দেশের বিভিন্ন ভোটে কেন্দ্রে বিপুল উৎসাহের ভোটাধিকার প্রয়োগ করছেন আমজনতারা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১ টা পর্যন্ত তেলেঙ্গানায়– ২২.৮৪%, উত্তরাখণ্ড – ২৩.৭৮%, লাক্ষাদ্বীপ – ২৩.১০%, মহারাষ্ট্র – ১৩.৭%, মেঘালয় – ২৭% এবং পশ্চিমবঙ্গে ৩৮.০৮% ভোট পড়েছে।
অন্যদিকে, আজকের ভোটে হেভিওয়েটরাও সকাল সকাল ভোট দান করেন। এদিন সকালে সপরিবারে ভোট দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের বিজেপি প্রার্থী নিতিন গডকড়ি। উত্তরপ্রদেশের মুজাফফরপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান ভোটাধিকার প্রয়োগ করেন। পাশাপাশি তিনি মুজাফফরপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে বোরখা পড়ে দেদার ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়া ডিব্রুগড়ে ভোট দেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
এছাড়াও, নাগপুরে আজ ভোটদান করেন RSS -এর দুই মুখ্য নেতা ডঃ মোহন ভাগবত এবং ভাইয়াজি যোশী ।