লকডাউন (Lockdown) পরিস্থিতিতেই শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল বিজন সেতু ( Bijon Setu)। পোস্তা উড়ালপুল আর মাঝেরহাট ব্রিজ বিপর্যয় কান্ড রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছিল। তারপর থেকেই শহরের উড়ালপুলগুলির বেহাল দশা সারাতে রীতিমত তৎপর হয়ে ওঠে নবান্ন। মা উড়ালপুল, করুণাময়ী ফ্লাইওভার সহ শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলিকে সংস্কার করতে কেএমডিএ-র (KMDA) তৎপরতায় জোর কদমে কাজ শুরু হয়।
এমনকি উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ সেতু টালা ব্রিজকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুনভাবে গড়ে তুলতে উদ্যোগী হয় রাজ্য সরকার। করোনা পরিস্থিতির জন্য মার্চ মাস থেকে শুরু হয় টানা লকডাউন। ফলে সমস্ত পরিষেবা বন্ধ থাকলেও উড়ালপুলগুলির সংস্কারের কাজ থমকে যায়নি। বরং এই সময় শহরের রাস্তায় যান চলাচলের চাপ একেবারেই কম থাকায় দ্রুতগতিতে উড়ালপুলগুলির সংস্কারের কাজ সম্পন্ন করতে উদ্যোগী হয়ে ওঠে নবান্ন।
কিছুদিন আগে টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ সংস্কারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। এবার বিজন সেতু সংস্কারের জন্য ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেএমডিএ। সূত্রের খবর, ১৫-১৭ মে পর্যন্ত তারা তিন দিন বন্ধ রাখা হবে বিজন সেতু। লকডাউন পরিস্থিতিতে দ্রুতগতিতে সংস্কারের কাজ চললে পরবর্তী সময়ে কোনও সমস্যা হবে না, এমনটাই মনে করছে প্রশাসনিক কর্মকর্তারা। ফলে মেরামতের কাজ হবে ভালোভাবেই। বিজন সেতু বন্ধের ফলে গড়িয়াহাট থেকে গাড়িগুলিকে আনোয়ার শাহ রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত শহর কলকাতা অন্যতম সংযোগস্থল হচ্ছে এই বিজন সেতু।