প্রতীক্ষা এবার অবসান হওয়ার অপেক্ষায়। মালদ্বীপ থেকে দেশে ফিরতে চলেছেন ৭০০ জন ভারতীয়। বৃহস্পতিবারই নৌসেনার আইএনএস (INS) জলাশ্ব জাহাজ পৌঁছে গিয়েছে মালে-তে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে শুক্রবার থেকে।
মালদ্বীপে (Maldives) নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, আইএনএস জলাশ্ব জাহাজ মালে বন্দরে পৌঁছে গিয়েছে। অপারেশন সমুদ্র সেতুর অংশ হিসেবে, শুক্রবার মালে থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে কোচি (কেরল)-র উদ্দেশে রওনা দেবে আইএনএস জলাশ্ব জাহাজ।
ভারতে (India) আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়েছিল ২২ মার্চ। তার জেরে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছিলেন প্রায় ১৫ হাজার ভারতীয় নাগরিক। দেশে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে। তার আগেই বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই প্রক্রিয়া কয়েক দিন আগে শুরু হয়েছে।