আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের বুকিং টিকিট বাতিল করে দিল ভারতীয় রেল (Indian Railways)। ৩০ জুন অবধি যাঁরা টিকিট কেটে ফেলেছেন তাঁদের সেই টাকাও ফিরিয়ে দেওয়া হবে। তবে, ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন যেমন চলছে তেমনই চলবে। বৃহস্পতিবার রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত কেটে রাখা সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। মেল, এক্সপ্রেস, সাবার্বান-সহ সমস্ত ট্রেনের টিকিটই এর আওতায় পড়বে।
তবে ওই সব টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলমন্ত্রক। অর্থাৎ রেলের ঘোষণা অনুযায়ী আপাতত ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে না বলেই মনে করা হচ্ছে।
তবে, শ্রমিক স্পেশাল ট্রেন এবং দেশের ১৫টি রুটে যে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে, সেগুলি নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।