আপাতত স্বস্তি পেলেন না ১৯৮৪ শিখ-বিরোধী দাঙ্গা মামলার অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার (Sajjan Kumar)। সজ্জন কুমারের অন্তর্বর্তী জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্ট বিবেচনা করবে আগামী জুলাই মাসে, জুলাই মাসে জামিন-আর্জি নিয়ে শুনানি হবে। তাই বুধবারও স্বস্তি পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন সজ্জন কুমার (Sajjan Kumar)। কিন্তু, বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদে এইমস-এর মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে জানান, সজ্জন কুমারকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। তাই প্রাক্তন এই কংগ্রেস নেতাকে অন্তর্বর্তী জামিন প্রদান করেনি শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সজ্জনের জামিন-আর্জি নিয়ে শুনানি হবে জুলাই মাসে।