ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২২৯৩ জন, আক্রান্ত ৭০ হাজারেরও বেশি

মারণ কোভিড-১৯ (covid -19)ভাইরাসের প্রকোপে থমকে গিয়েছে জনজীবন। কিন্তু, ভয়ঙ্কর এই জীবাণু স্বমহিমায়! করোনা-হানায় ভারতে (India)ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২২৯৩ এবং সংক্রমিত ৭০,৭৫৬ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২২,৪৫৪ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬০৪ জন এবং মৃত্যু হয়েছে ৮৭ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭০,৭৫৬ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৪৬,০০৮)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৯৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২২,৪৫৪ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২২৯৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে, অসমে দু’জনের, বিহারে ৬ জনের, চন্ডীগড়ে দু’জন, দিল্লিতে ৭৩ জনের, গুজরাটে ৫১৪ জনের, হরিয়ানায় ১১ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ১০ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২২১ জন, মহারাষ্ট্রে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পঞ্জাবে ৩১ জন, রাজস্থানে ১১৩ জনের, তামিলনাড়ুতে ৫৩ জন, তেলেঙ্গানায় ৩০ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ৮০ জন এবং পশ্চিমবঙ্গে ১৯০ জন প্রাণ হারিয়েছেন।করোনা-প্রকোপে বেসামাল অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ২৩,৪০১, দিল্লিতে ৭২৩৩, তামিলনাড়ুতে ৮০০২, অন্ধ্রপ্রদেশে ২০১৮ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে একজন, অসমে ৬৫ জন, বিহারে ৭৪৭ জন, চন্ডীগড়ে ১৭৪ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৮৫৪১ জন, হরিয়ানায় ৭৩০ জন, হিমাচল প্রদেশে ৫৯ জন, জম্মু-কাশ্মীরে ৮৭৯ জন, ঝাড়খণ্ডে ১৬০ জন, কেরলে ৫১৯, কর্ণাটকে সংক্রমিত ৮৬২ জন, লাদাখে ৪২ জন, মধ্যপ্রদেশে ৩৭৮৫ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৪১৪ জন, পুদুচেরিতে ১২ জন, পঞ্জাবে ১৮৭৭ জন, রাজস্থানে ৩৯৮৮ জন, তেলেঙ্গানায় ১২৭৫ জন, ত্রিপুরায় ১৫২ জন, উত্তরাখণ্ডে ৬৮ জন, উত্তর প্রদেশে ৩৫৭৩ এবং পশ্চিমবঙ্গে ২০৬৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.