অবশেষে স্বস্তি। মালদ্বীপে আটকে পড়া ৬৯৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনল নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস (INS) জলসওয়া।রবিবার সকালে কেরলের কোচি বন্দরে মালদ্বীপ থেকে নৌবাহিনীর যুদ্ধজাহজে ফেরে ৬৯৮ জন ভারতীয়। এদের মধ্যে ৫৯৫ জন পুরুষ, ১০৩ জন মহিলা, ১৪ জন শিশু।
এখানে উল্লেখযোগ্য বিষয় হল মহিলাদের মধ্যে ১৯ জন আবার গর্ভবতী।বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে নৌবাহিনীর তরফ থেকে অপারেশন সমুদ্রসেতু নামে একটি অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের প্রথম পর্যায় মালদ্বীপে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে নেমে পড়েছে নৌবাহিনী জওয়ানরা। এর জন্য আইএনএস জলসওয়া ও আইএনএস মগরকে কাজে লাগলো হচ্ছে। মালদ্বীপে আটকে পড়া প্রায় ২০০০ ভারতীয়কে উদ্ধার করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। এর জন্য এই দুই যুদ্ধজাহাজকে চারবার যাতায়াত করতে হবে। এগিয়ে এসেছে ভারতীয় দূতাবাসও। তারাই নৌবাহিনীর সঙ্গে ক্রমাগত সম্পর্ক রেখে চলেছে। জাহাজে চেপে দেশে ফেরার জন্য প্রত্যেক ভারতীয়কে ৪০ মার্কিন ডলার দিতে হবে।এই অর্থ তাদের ভারতীয় দূতাবাসকে দিতে হবে। নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এই দুইটি যুদ্ধজাহাজ সমস্ত রকমের সুবিধা রয়েছে। এমনকি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা রয়েছে।