তৃতীয় দফায় লকডাউন (lockdown)চলাকালীন উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ফিরল দক্ষিণবঙ্গে। শনিবার রাত্রে শিলিগুড়ি (Siliguri)থেকে উত্তরবঙ্গ (North Bengal)রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) মোট ১৩টি বাসে করে প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক রবিবার সকালে ঠাকুরপুকুরের বাস ডিপোতে আনা হয়। সেখান থেকে ১৩টি বাসে করে ওই পরিযায়ী শ্রমিকদের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, জয়নগর, বারুইপুর, নামখানা সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের থানা গুলিতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ওই সব এলাকার থানাগুলির সহযোগিতায় ওই পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ বাসস্থানে ফিরে যাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাস কর্মী এবং পরিযায়ী শ্রমিকরা জানান, উত্তরবঙ্গে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরেই তাদের বাসে করে আনা হয়েছে,ষ। যদিও ঠাকুরপুকুর বাস ডিপোতে ছিল না কোন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ঠাকুর পুকুর বাস ডিপোর চালক ও সহযোগী কর্মীদের নিজস্ব সুরক্ষা বস্ত্রের ব্যবস্থা থাকলেও উত্তরবঙ্গ থেকে আগত বাসকর্মীদের পরিধানে ছিল না কোন সুরক্ষা বস্ত্র।
উত্তরবঙ্গ থেকে আগত পরিযায়ী কর্মীরা জানান, তারা মূলত রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং লকডাউন পরিস্থিতি শুরুর সময় থেকেই তারা সেখানে কর্মহীন অবস্থায় আটকে ছিলেন। রাজ্য সরকারের কাছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে বিনামূল্যে দক্ষিণবঙ্গে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। রাত্রে বিনামূল্যে তাদের খাবার ও পানীয় দেওয়া হয়েছে। লকডাউনের পরিপ্রেক্ষিতে তাদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। রাজ্য সরকার তাদের ফেরত আনার ব্যবস্থা করায় তারা খুশি।