ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতিতে আগ্রহী রয়েছে তালিবান। সম্প্রতি তালিবানের (Taliban) এক মুখপাত্র এ প্রসঙ্গে বিবৃতি দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তালিবানের পাশাপাশি আমেরিকা চাইছে আফগানিস্তানের (Afghanistan) প্রতিবেশী রাষ্ট্রের ভারতের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতির। সম্পর্কের উন্নতি প্রসঙ্গে সুহেল সাহিন বলেছেন, “আফগানিস্তান পুনর্গঠনে আমাদের লক্ষ্য। লক্ষ্যে আমরা ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি চাইছি। প্রতিবেশী রাষ্ট্রগুলি যাতে আফগানিস্তানে পুনর্গঠনে আমাদের সহায়ক হয় সেজন্যই আমরা তাদের সহযোগিতা চাইছি।”
সম্প্রতি একদিনের সফরে ভারতে এসেছিলেন এই মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ। যিনি আফগানিস্তান সংক্রান্ত বিষয় দায়িত্বে রয়েছে। তিনি দিল্লিতে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. jayshankar), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে। বৈঠকের পরে এক প্রশ্নের জবাবে জালমে খলিলদিজা জানিয়েছেন, ভারত আফগানিস্তানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। যদি ভারত এবং তালিবানের মধ্যে কথাবার্তা হয়, তাহলে তা প্রশংসিতই হবে। তিনি বলেন, ‘‘ভারত তালিবানের সঙ্গে কথা বলবে কি না, তা নিয়ে দিল্লিই সিদ্ধান্ত নেবে। তবে দু’দেশের সরকার, রাজনৈতিক শক্তি, সমাজের মধ্যে যোগাযোগ বাড়লে ভালই হবে।’’ খলিলজাদ বলেছেন, “আফগানিস্তানের মাটি যাতে ফের আমেরিকা বা তার মিত্র দেশগুলিতে হামলা চালানোর কাজে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে চাইছে ওয়াশিংটন। সে কাজে আন্তর্জাতিক সমর্থন খুব জরুরি। এই সফরে আমার উদ্দেশ্যই ছিল ভারতকে পাশে পাওয়া।’’