‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব’ বিতর্কিত এই মন্তব্যের জেরে অভিনেতা টার্ন প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের রাজনৈতিক কেরিয়ার কার্যত শেষ হয়ে গিয়েছে। তৃণমূলও তাপসের সংশ্পর্শ বাঁচিয়ে চলে। এবার সেই ‘ঢুকিয়ে দেব’ শব্দের ব্যবহার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায়।
সোমবার একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে বারাসত কোর্টে উপস্থিত ছিলেন লকেট। সেখান থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই লকেট সংবাদমাধ্যম-কে বলেন, “কয়েকদিন আগে উনি প্রাক্তন সাংসদদের ধন্যবাদ জানচ্ছিলেন। সবার নাম নিলেও তাপস পালের নাম নেননি। এড়িয়ে গেছেন। কারণ? তাপস পাল বলেছিল ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব’ আর আজ উনি নিজেই দেশের প্রধানমন্ত্রীকে বলছেন ঢুকিয়ে দেব। এটা লজ্জার৷”
এরপর তিনি আরও বলেন, “একজন মুখ্যমন্ত্রীর এটা মুখের ভাষা? ওঁর শিক্ষাগত যোগ্যতায় যাবো না, কিন্তু মানুষের বেড়ে ওঠার পরিবেশ মুখে লেগে থাকে। সেটাকেই উনি হয়ত এখনও চেঞ্জ করতে পারেননি।” প্রসঙ্গত সম্প্রতি উত্তরবঙ্গে একটি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে,”হ্যাঙ্গারে ঢুকিয়ে দেব” বলে একটি মন্তব্য করেন। সেই মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমে বিতর্কও তৈরি হয়েছিল।