পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো প্রসঙ্গে দিল্লির কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা (Rabindra Kishore Sinha)। দিল্লির শ্রমমন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও ট্রেনে করে শ্রমিকদের ফিরিয়ে আনার খরচ বিহার সরকারকে দিতে বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। শনিবার রবীন্দ্র কিশোর সিনহা (Rabindra Kishore Sinha) জানিয়েছেন, এটা খুবই ভাল খবর যে দিল্লিতে আটকে পড়া উত্তর বিহারের ১২০০ শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসছে বিশেষ ট্রেন। ইতিমধ্যেই মুজাফফরপুরের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একদিকে যখন দিল্লির শ্রমমন্ত্রী গোপাল রায় এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করছেন যে শ্রমিকদের ট্রেন ভাড়ার খরচ তারাই বহন করছে। তখন অন্যদিকে নোডাল আধিকারিক পি কে গুপ্ত চিঠি দিয়ে জানিয়েছেন শ্রমিকদের ফিরিয়ে আনার খরচ বিহার সরকারকেই বহন করতে হবে। ফলে মনে হচ্ছে দিল্লি সরকার দুই নৌকায় পা দিয়ে চলছে।
বিহারের বিরোধী দলগুলির কয়েকজন নেতা দাবি করেছেন যে তারা শ্রমিকদের ভাড়ার টাকা বহন করবে। এই সকল নেতাদের কটাক্ষ করে রবীন্দ্র কিশোর সিনহা জানিয়েছেন, বিষয়টির গুরুত্ব না বুঝে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর মতো রসিকতা করা থেকে বিরত থাকা উচিত। তাদের যদি দিতেই হয় তবে তা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে দিক।