গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে (West Bengal) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২জন। মৃত্যু হয়েছে গত ২৪ঘন্টায় আরও ৭জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৩১জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১১০১। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিন জারি করে এমনটাই জানানো হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৮ জন। রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ২৯৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। এদিন স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৬১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২হাজার ৭৫২টি। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৪হাজার ৪৫৭জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ১৭ হাজার ৬১০ জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ৯ হাজার ৬১৮জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৬৫হাজার ৪৬৫জনের।
এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে ৭৮৩টি কেস। তাদের মধ্যে ১৪৯ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন।