মানবতা ও সমগ্র বিশ্বের স্বার্থে কাজ করে চলেছে ভারত। ভারতের উপলব্ধি এবং আত্ম-উপলব্ধির প্রতীক হলেন বুদ্ধ। এই আত্ম-উপলব্ধির মাধ্যমেই মানবতা ও বিশ্বের স্বার্থে কাজ করে চলেছে ভারত এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ভিডিও-বার্তায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখন এমন পরিস্থিতি যে, শারীরিকভাবে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে আমি অংশ নিতে পারছি না। ইতিপূর্বে আপনাদের প্রত্যেকের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে পারা অত্যন্ত আনন্দের ছিল, এখনকার পরিস্থিতি আমাদের সেই অনুমতি দিচ্ছে না।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতীয় সংস্কৃতিই প্রত্যেকের জীবনের সমস্যা সমাধান করার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে। ভগবান বুদ্ধ ভারতীয় সভ্যতা ও ঐতিহ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদান রেখেছিলেন, বুদ্ধ নিজে জ্ঞানদীপ্ত হওয়ার পাশাপাশি অন্যদের জীবনকেও আলোকিত করেছিলেন।
করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী (Prime Minister) বলেছেন, লকডাউনের এই কঠিন সময়ে, অন্যদের সহায়তা করার জন্য আমাদের চারপাশে বহু মানুষ ২৪ ঘন্টা কাজ করে চলেছেন, কেউ আইন-শৃঙ্খলা বজায় রাখতে, কেউ আক্রান্তদের সুস্থ করার জন্য এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নিজেদের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। প্রসংশা ও সম্মান তাঁদের প্রাপ্য।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কোনও রকম বৈষম্য ছাড়াই, ভারত এই মুহূর্তে প্রত্যেকের সমর্থনে দৃঢ়ভাবে পাশে রয়েছে, যাঁরা অভাবী অথবা সমস্যায় রয়েছেন, দেশে অথবা সমগ্র বিশ্বে। বিশ্বজুড়ে অন্যান্য দেশগুলিকে সাহায্য করার জন্য অবিরাম কাজ করছে ভারত, আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রীর কথায়, ‘ভারতের উপলব্ধি এবং আত্ম-উপলব্ধির প্রতীক হলেন বুদ্ধ। এই আত্ম-উপলব্ধির মাধ্যমে মানবতা ও বিশ্বের স্বার্থে কাজ করে চলেছে ভারত এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’