ভারতে (India) দ্রুত গতিতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭৮৩ এবং সংক্রমিত ৫২,৯৫২ জন। নতুন করে আক্রান্ত যেমন বাড়ছে, তেমনই সারা দেশেই করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে উল্লেখজনক ভাবে। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৫,২৬৬ জন।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে (India) করোনা-আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৩৫,৯০২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৫,২৬৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৭৮৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩৬ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৪ জনের, দিল্লিতে ৬৫ জনের, গুজরাটে ৩৯৬ জনের, হরিয়ানায় ৭ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ৮ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১৮৫ জন, মহারাষ্ট্রে ৬৫১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় দু’জনের, পঞ্জাবে ২৭ জন, রাজস্থানে ৯২ জনের, তামিলনাড়ুতে ৩৫ জন, তেলেঙ্গানায় ২৯ জন, উত্তরাখণ্ড একজন, উত্তর প্রদেশে ৬০ জন এবং পশ্চিমবঙ্গে ১৪৪ জন প্রাণ হারিয়েছেন।
সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ১৬৭৫৮, দিল্লিতে ৫৫৩২, তামিলনাড়ুতে ৪৮২৯, অন্ধ্রপ্রদেশে ১৭৭৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৪৫ জন, বিহারে ৫৪২ জন, চন্ডীগড়ে ১২০ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৬৬২৫ জন, হরিয়ানায় ৫৯৪ জন, হিমাচল প্রদেশে ৪৫ জন, জম্মু-কাশ্মীরে ৭৭৫ জন, ঝাড়খণ্ডে ১২৭ জন, কেরলে ৫০৩, কর্ণাটকে সংক্রমিত ৬৯৩ জন, লাদাখে ৪১ জন, মধ্যপ্রদেশে ৩১৩৮ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১৮৫ জন, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১৫১৬ জন, রাজস্থানে ৩৩১৭ জন, তেলেঙ্গানায় ১১০৭ জন, ত্রিপুরায় ৪৩ জন, উত্তরাখণ্ডে ৬১ জন, উত্তর প্রদেশে ২৯৯৭ এবং পশ্চিমবঙ্গে ১৪৫৬ জন।