ঠেকানোই যাচ্ছে না মারণ করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ! ভারতে (India) হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে প্রাণ হারালেন আরও ১৯৫ জন, এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯০০ জন, যা এখনও পর্যন্ত রেকর্ড বৃদ্ধি। ফলে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৬৮ এবং সংক্রমিত ৪৬,৪৩৩ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১২,৭২৭ জন।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪৬,৪৩৩ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৩২,১৩৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৬৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১২,৭২৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১,৫৬৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩৬ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৪ জনের, দিল্লিতে ৬৪ জনের, গুজরাটে ৩১৯ জনের, হরিয়ানায় ৬ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৮ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১৬৫ জন, মহারাষ্ট্রে ৫৮৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ২৩ জন, রাজস্থানে ৭৭ জনের, তামিলনাড়ুতে ৩১ জন, তেলেঙ্গানায় ২৯ জন, উত্তরাখণ্ড একজন, উত্তর প্রদেশে ৫০ জন এবং পশ্চিমবঙ্গে ১৩৩ জন প্রাণ হারিয়েছেন।
মৃত্যু ও সংক্রমণ উভয় দিক থেকেই রেকর্ড গড়ে চলেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ১৪,৫৪১, দিল্লিতে ৪,৮৯৮, তামিলনাড়ুতে ৩৫৫০, অন্ধ্রপ্রদেশে ১৬৫০ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৪৩ জন, বিহারে ৫২৮ জন, চন্ডীগড়ে ১০২ জন, ছত্তিশগড়ে ৫৮ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৫,৮০৪ জন, হরিয়ানায় ৫১৭ জন, হিমাচল প্রদেশে ৪১ জন, জম্মু-কাশ্মীরে ৭২৬ জন, ঝাড়খণ্ডে ১১৫ জন, কেরলে ৫০০, কর্ণাটকে সংক্রমিত ৬৫১ জন, লাদাখে ৪১ জন, মধ্যপ্রদেশে ২৯৪২ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১৬৯ জন, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ১২৩৩ জন, রাজস্থানে ৩,০৬১ জন, তেলেঙ্গানায় ১,০৮৫ জন, ত্রিপুরায় ২৯ জন, উত্তরাখণ্ডে ৬০ জন, উত্তর প্রদেশে ২,৭৬৬ এবং পশ্চিমবঙ্গে ১,২৫৯ জন।