স্বাধীনতার ৭৫ বছর পূর্তির মধ্যেই ৭৫টি প্রতিশ্রুতি পূরণ হবে, দাবি বিজেপি ইশতাহারে

অবশেষে প্রকাশিত হল বিজেপির ইশতাহার ৷ ২০১৯ থেকে ২০২২ সাল ৷ আগামী ৫ বছরে ৭৫টি সঙ্কল্প পূরণ করতে চলেছে বিজেপি ৷ আগামী ২০২২ সাল দেশের স্বাধীনতার ৭৫ বছর পূরণ হতে চলেছে ৷ সেই বছরই দেশের মানুষকে করা ৭৫টি প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি ৷

সোমবার দিল্লির কার্যালয় থেকে ইশতাহারে প্রকাশ করবেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ৷ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ আরও অনেকে ৷

‘সঙ্কল্পপত্র’ প্রকাশের শুরুতেই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, ‘২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের উন্নয়নের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ৷ পাঁচ বছরে মোদির নেতৃত্বে নিরপক্ষে সরকারের দায়িত্ব পালন করেছে এনডিএ ৷

অধিকাংশ মানুষের বাড়িতে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ ৷ কৃষি থেকে অর্থনীতি সবেতেই উন্নতি হয়েছে ৷  দুর্নীতি থেকে কালো টাকা উদ্ধারে এনডিএ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ আজ ভারত পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ৷ ৫ বছরে গরিবদের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এই সরকার ৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.