“জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর” স্বামীজীর এই বাণী কে মাথায় নিয়ে অনেক বড় বড় সংস্থা, অনেক ধর্মীয় সংস্থা, অনেক সামাজিক সংস্থা, অনেক বেসরকারি সংস্থা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে চলেছে। যখন পশ্চিমবঙ্গের সরকারি রেশনিং ব্যবস্থা,কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল, ডাল, আটা, ঠিকমতো করে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে পারছেন না। রেশনিং ব্যবস্থা মানুষকে শুধু মাত্র চাল পৌঁছে দিতে পেরেছে, বাকি জিনিসগুলো কোত্থেকে আসবে এই প্রশ্নের সম্মুখীন নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর কাছে সর্বৈব ভাবে উঠে এসেছে, সেই সময় হাওড়ার (Howrah) মাশিলা অঞ্চলে (Mashila Region) ওই খেতে না পাওয়া মানুষগুলোর পাশে যারা শুধু চাল নিয়ে ব্যতিব্যস্ত অবস্থায় রয়েছে তাদেরকে ডাল, আলু, পিয়াজ, সোয়াবিন, তেল, সাবান এইরকম বাকি জিনিস গুলো দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় যে ব্যক্তি সেই মহানুভব এর নাম শ্রী ব্রজনাথ মল্লিক (Brajnath Mallick) , পেশায় একজন ছোট ব্যবসায়ী কিন্তু নেশায় স্বামীজীর বলা বাণী “শিব জ্ঞানে জীব সেবা“- একে পাথেয় করে এগিয়ে চলেছেন। লকডাউনের বাজারে তিন সপ্তাহে তিনদিন মানুষের পাশে, নিজের বাড়ি থেকে অকাতরে বিলি করে চলেছেন। এইরকম মহানুভব কিছু মানুষের জন্যই আমাদের ভারত বর্ষ সারা পৃথিবীর মানুষের কাছে এক আলাদা নজির সৃষ্টি করেছে।
2020-05-05