শুধু দেশ নয় বিশ্বের নিরিখেও মমতার রাজ্যে করোনায় মৃত্যুর পরিসংখ্যান বেশি। সোমবার সল্টলেকে এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(dilip ghose)। তিনি বলেন, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার চার থেকে পাঁচ শতাংশ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মৃত্যুর হার প্রায় ১৪-১৫%। পরিসংখ্যান বলে দেয় গোটা বাংলা কোভিড জোন হয়ে গিয়েছে। বাংলায় বর্তমানে অনেকেই আক্রান্ত। বাংলায় আমলারা আক্রান্ত হয়েছেন। বাংলায় বিএসএফ জওয়ানরা আক্রান্ত হয়েছেন। এমনকি ধাপার মাঠ সংলগ্ন প্রগতি ময়দান থানার ওসি আক্রান্ত হয়েছেন। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলা উপরেই সবুজ ছিল। কিন্তু ভিতরে পুরো বাংলাটাই লাল ছিল।
কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলার বেশ কয়েকটি জেলাকে রেড জোন ঘোষণা করেছে। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলার অবস্থা কি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)পরিসংখ্যান লুকিয়ে রাখার জন্যই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। গোটা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট হয়েছে। এরপরেই বাংলার করোনা পরিস্থিতি উন্নতিতে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মানার কথা রাজ্যকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।