জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) ও লাদাখ (Ladakh) , এছাড়াও গিলগিট (Gilgit) ও বালতিস্তানও (Baltistan) ভারতের (India) অবিচ্ছেদ্য অঙ্গ। অবিলম্বে অবৈধভাবে অধিকৃত সমস্ত অঞ্চল খালি করে দেওয়ার জন্য পাকিস্তানকে জানিয়ে দিল ভারত।
গিলগিট ও বালতিস্তান নিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে সোমবার ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টতই জানিয়ে দিয়েছে, সমগ্র জম্মু-কাশ্মীর এবং লাদাখ, এছাড়াও গিলগিট ও বালতিস্তানও ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। অবিলম্বে অবৈধভাবে অধিকৃত সমস্ত অঞ্চল খালি করে দেওয়া উচিত পাকিস্তানের। পাকিস্তান সরকার অথবা সে দেশের বিচার ব্যবস্থার অবৈধভাবে এবং জোর করে দখল করা অঞ্চলগুলি সম্পর্কে বলার অধিকার নেই।